বাংলাদেশ বনাম ভারত সিরিজের সময়সূচি ২০২২ (ওয়ানডে ও টেস্ট)

Last Updated on 1 year by Shaikh Mainul Islam

২০২২ এর ১লা ডিসেম্বর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত প্রায় ৭ বছর পরে পূর্ণ শক্তির দল নিয়ে ৩ টি ওয়ানডে এবং ২ টি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে। আর আজকে আমরা জানবো বাংলাদেশ বনাম ভারত সিরিজের সময়সূচি ২০২২ এবং এই সিরিজ সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।

ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে নিঃসন্দেহে ভারত একটি শক্তিশালী দল। কয়েকবারের কাপ জয়ী দল ভারত। বিসিসিআই এবং বিসিবির আয়োজনে এই সিরিজ মাথে গড়িয়েছে। আজকে আমরাবাংলাদেশ বনাম ভারত সিরিজের সময়সূচি ২০২২ নিয়ে বিস্তারিত সবকিছু জানবো। জানবো বাংলাদেশ বনাম ভারত সিরিজ ২০২২ সম্পর্কে আদ্দপান্থ।

বাংলাদেশ বনাম ভারত ওয়ানডে ম্যাচের সময়সূচী ২০২২

ভারত বাংলাদেশে সফর করে ২০২২ সালে ৩ টি ওয়ানডে ম্যাচ খেলবে। ম্যাচ তিনটির দুইটি হবে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং একটি হবে চতগ্রাম স্টেডিয়ামে। চলুন নিচের টেবিল থেকে বাংলাদেশ বনাম ভারতের ওয়ানডে ম্যাচের সময়সূচী স্থান এবং জয় পরাজয়ের আপডেট জেনে নেওয়া যাক।

ভেনু – তারিখশুরু (BD Time)জয়ী দলরেজাল্ট
মিরপুর – ৪ ডিসেম্বরদুপুর ১২ টাবাংলাদেশ
(১ উইকেটে জয়ী)
ভারতঃ 186(41.2)
বাংলাদেশঃ 187/9(46)
মিরপুর – ৭ ডিসেম্বরদুপুর ১২ টাবাংলাদেশ
(৫ রানে জয়ী)
বাংলাদেশঃ ২৭১/৭(৫০)
ভারতঃ ২৬৬/৯(৫০)
চট্টগ্রাম – ১০ ডিসেম্বরদুপুর ১২ টাভারত
(২২৭ রানে জয়ী)
ভারতঃ ৪০৯/৮
বাংলাদেশঃ ১৮২/১০
বাংলাদেশ বনাম ভারত ওয়ানডে ম্যাচের সময়সূচী ২০২২

বাংলাদেশ বনাম ভারত সিরিজের সময়সূচি ২০২২ এর সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১২ টায় শুরু হবে। প্রথম দুইটি ম্যাচ ঢাকার মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং তৃতীয় ম্যাচতি চট্টগ্রাম হবে।

আরও পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?

ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচ সময়সূচী ২০২২

তিনটি ওয়ানডে খেলার পরে বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ১৪ ডিসেম্বর সকাল ৯ঃ৩০ টায়। এবং দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর ২০২২ সকাল ৯ঃ৩০ টায়।

আরও পড়ুনঃ ফিফা বিশ্বকাপ ২০২২ সময়সূচি । বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচি

দুইটি টেস্ট ম্যাচের দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। চলুন দেখে নেওয়া যাক ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচ এর সময়সূচী ২০২২ টেবিল আকারে।

ভেনু – তারিখশুরু (সকাল)ফলাফল
চট্রগ্রাম – ১৪ – ১৮ ডিসেম্বর৯ঃ৩০ ভারত ১৮৮ রানে জয়ী
মিরপুর – ২২ – ২৬ ডিসেম্বর৯ঃ৩০ভারত ৩ ইউকেটে জয়ী
ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচ সময়সূচী ২০২২

ভারত বাংলাদেশ ওয়ানডে পরিসংখ্যান

এখন পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে মোট ৩৭ টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ড্র হয় একটি ম্যাচ। চলুন চার্ট থেকে দেখে নেওয়া যাক ভারত বাংলাদেশ ওয়ানডে ম্যাচ পরিসংখ্যান।

দলজয়পরাজয়
ভারত৩০ টি৭ টি
বাংলাদেশ৭ টি৩০
ভারত বাংলাদেশ ওয়ানডে পরিসংখ্যান

(** উপরের তথ্য ভার বাংলাদেশ সিরিজের চলমান ফলাফল সহ নেওয়া হয়েছে।**)

ভারত বাংলাদেশ টেস্ট পরিসংখ্যান

ভারতের সাথে ২০০০ সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশ মোট ৯ টি টেস্ট ম্যাচ খেলে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে, এখন পর্যন্ত একটি ম্যাচ ও বাংলাদেশ ড্র বা জয় লাভ করতে পারেনি।

আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে (আপডেট সহ) 

আরও পড়ুনঃ ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন লিস্ট

অন্যদিকে ১৯৩২ সালে টেস্টে অভিষেক হওয়া ভারতের নামের পাশে টেস্টে রয়েছে বলার মতো অর্জন।

বাংলাদেশ ভারত সিরিজে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে তামিম ইকবাল খানের অধিনায়কত্ব করার কথা থাকলেও ইঞ্জুরির কারণে সহ অধিনায়ক লিটন অধিনায়কের দায়িত্ব পালন করছে। অন্যদিকে ভারট পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে। যেখানে আছে ভিরাট কোহলী, অধিনায়ক রহিত শর্মা সহ সব প্রথম শ্রেণীর প্লেয়ার।

ভারত বনাম বাংলাদেশ ক্রিকেট ম্যাচ নিয়ে কিছু প্রশ্ন উত্তর । FAQS

বাংলাদেশ সর্বপ্রথম কবে ভারতের সাথে ওয়ানডে খেলে?

বাংলাদেশ সর্বপ্রথম ওয়ানডে খেলেছিল ১৪ ম ১৯৯৮ সালে।

আরও পড়ুনঃ কে কতবার ফুটবল বিশ্বকাপ নিয়েছে

ভারত বাংলাদেশের মধ্যে প্রথম টি ২০ ম্যাচ অনুষ্ঠিত হয় কবে?

১৪ মে ২০০৯ সালে প্রথম বাংলাদেশ ভারতের মধ্যে টি ২০ ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সর্বপ্রথম কত সালে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে?

১০ নভেম্বর ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ভারতের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় লাভ করে কত সালে কোন সিরিজে?

ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের অন্যতম একটি হচ্ছে ২০১৫ সালের ওয়ানডে সিরিজটি। প্রায় সাত বছর আগে মাহেন্দ্রসিং ধোনির নেতৃত্বে ভারত দলকে বাংলাদেশের মাশরাফি নেতৃত্ব দেওয়া দল ৮ -১ ম্যাচ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সিরিজতি ৪ – ১ ব্যবধান্য জিতেছিল টাইগাররা।

বাংলাদেশ বনাম ভারত সিরিজের সময়সূচি নিয়ে সর্বশেষ

এই পোষ্টে বাংলাদেশ বনাম ভারত সিরিজের সময়সূচি ২০২২ এর প্রত্যেকটি খেলার আপডে ট দেওয়া হচ্ছে। এই একটি পোস্ট থেকেই বাংলাদেশ বনাম ভারত সিরিজের সকল আপডেট পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ আর্জেন্টিনা vs brazil পরিসংখ্যান । ব্রাজিল আর্জেন্টিনার পরিসংখ্যান

আজকের পোষ্টে আমরা বাংলাদেশ বনাম ভারত সিরিজের সময়সূচী সম্পর্কে জেনেছি। জেনেছি ভারত বনাম বাংলাদেশ ওয়ানডে ম্যাচ ২০২২ সময়সূচী, ভারত বাংলাদেশ ক্রিকেট সমীকরণ সহ আরও অনেক বিষয়ে।

আরও পড়ুনঃ সাকিব আল হাসান জীবন কাহিনী 

আশা করছি এই বিষয়ে আর কিছু জানার নেই। তারপরেও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।

খেলাধুলা সম্পর্কিত সকল আর্টিকেল পড়তে আমাদের খেলাধুলা ক্যাটাগরিতে ভিজিট করুন। এছাড়াও নিয়মিত আমাদের সকল আর্টিকেল পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ Dainikkantha এ।